1. admin@protidinervor.com : admin :
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৪:৩৬ অপরাহ্ন

চাঁদা না দেওয়ায় ঠাকুরগাঁওয়ে এলজিইডি প্রকৌশলীর ওপর হামলা, কর্মবিরতিতে কর্মকর্তা-কর্মচারীরা

ঠাকুরগাঁও বিশেষ প্রতিনিধ
  • প্রকাশের সময়ঃ সোমবার, ১০ মার্চ, ২০২৫

ঠাকুরগাঁওয়ে সড়ক নির্মাণকাজে চাঁদা দাবি করে তা না পেয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনার প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন এলজিইডির কর্মকর্তা-কর্মচারীরা, যার ফলে জেলার উন্নয়নমূলক কাজ কার্যত বন্ধ হয়ে গেছে।

 

হামলার বিস্তারিত :

 

শনিবার (৮ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার রসুলপুর থেকে শিবগঞ্জ শারালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন সড়কে এলজিইডির অধীনে কার্পেটিং কাজ চলছিল। এ সময় স্থানীয় একদল দুর্বৃত্ত এলজিইডির কার্য সহকারী রেজওয়ানুল হককে পথরোধ করে চাঁদা দাবি করে। অভিযোগ রয়েছে, স্থানীয় আলম, আবু হোসেন, মতিউর ও আরিফসহ ২০ জনের একটি দল মোটা অঙ্কের চাঁদা চায়।

 

চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা সড়কের কাজ বন্ধ করে দেয় এবং একপর্যায়ে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা দিয়ে রেজওয়ানুল হককে মারধর করে, এতে তিনি গুরুতর আহত হন।

 

খবর পেয়ে এলজিইডির সহকারী প্রকৌশলী মো. ফরহাদ হোসেন সৌরভ, উপসহকারী প্রকৌশলী রাজিবুল হাসান, নাজমুস সাকিব আকাশ ও ল্যাব সহকারী আমিনুল ইসলাম রেজওয়ানুল হককে রক্ষা করতে গেলে দুর্বৃত্তরা তাদের ওপরও হামলা চালায়। পরে আহতদের স্থানীয় জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

 

আইনি ব্যবস্থা :

 

রোববার (৯ মার্চ) হামলার ঘটনায় সদর থানায় ৪ জনের নাম উল্লেখসহ আরও ২০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেছেন রেজওয়ানুল হক। পুলিশ বলছে, দোষীদের শনাক্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

কর্মবিরতিতে উন্নয়নকাজ স্থবির :

 

এ ঘটনার প্রতিবাদে এলজিইডির কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন, যার ফলে জেলার চলমান উন্নয়ন প্রকল্পগুলো থমকে গেছে। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও নিরাপত্তার নিশ্চয়তা দাবি করছেন।

 

ঠাকুরগাঁওয়ে এলজিইডি প্রকৌশলীদের ওপর হামলার ঘটনায় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট মহলের আশঙ্কা, অপরাধীরা শাস্তির আওতায় না এলে ভবিষ্যতে এমন হামলার ঘটনা আরও বাড়তে পারে।

 

 

নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগোরির আরো সংবাদ
© All rights reserved © 2025