ঠাকুরগাঁওয়ে সড়ক নির্মাণকাজে চাঁদা দাবি করে তা না পেয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনার প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন এলজিইডির কর্মকর্তা-কর্মচারীরা, যার ফলে জেলার উন্নয়নমূলক কাজ কার্যত বন্ধ হয়ে গেছে।
হামলার বিস্তারিত :
শনিবার (৮ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার রসুলপুর থেকে শিবগঞ্জ শারালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন সড়কে এলজিইডির অধীনে কার্পেটিং কাজ চলছিল। এ সময় স্থানীয় একদল দুর্বৃত্ত এলজিইডির কার্য সহকারী রেজওয়ানুল হককে পথরোধ করে চাঁদা দাবি করে। অভিযোগ রয়েছে, স্থানীয় আলম, আবু হোসেন, মতিউর ও আরিফসহ ২০ জনের একটি দল মোটা অঙ্কের চাঁদা চায়।
চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা সড়কের কাজ বন্ধ করে দেয় এবং একপর্যায়ে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা দিয়ে রেজওয়ানুল হককে মারধর করে, এতে তিনি গুরুতর আহত হন।
খবর পেয়ে এলজিইডির সহকারী প্রকৌশলী মো. ফরহাদ হোসেন সৌরভ, উপসহকারী প্রকৌশলী রাজিবুল হাসান, নাজমুস সাকিব আকাশ ও ল্যাব সহকারী আমিনুল ইসলাম রেজওয়ানুল হককে রক্ষা করতে গেলে দুর্বৃত্তরা তাদের ওপরও হামলা চালায়। পরে আহতদের স্থানীয় জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
আইনি ব্যবস্থা :
রোববার (৯ মার্চ) হামলার ঘটনায় সদর থানায় ৪ জনের নাম উল্লেখসহ আরও ২০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেছেন রেজওয়ানুল হক। পুলিশ বলছে, দোষীদের শনাক্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।
কর্মবিরতিতে উন্নয়নকাজ স্থবির :
এ ঘটনার প্রতিবাদে এলজিইডির কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন, যার ফলে জেলার চলমান উন্নয়ন প্রকল্পগুলো থমকে গেছে। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও নিরাপত্তার নিশ্চয়তা দাবি করছেন।
ঠাকুরগাঁওয়ে এলজিইডি প্রকৌশলীদের ওপর হামলার ঘটনায় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট মহলের আশঙ্কা, অপরাধীরা শাস্তির আওতায় না এলে ভবিষ্যতে এমন হামলার ঘটনা আরও বাড়তে পারে।